বান্দরবানে র‍্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ আটক- ২

বান্দরবানে র‍্যাব- ৭ এর অভিযানে কোটি টাকার হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সন্ধায় চট্টগ্রাম র‍্যাব- ৭ এর একটি টিম জেলা শহরের এসপি বাংলো সড়কের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পাইংচা সিং (৩৫), এবং মংচাও মারমা (৪৫)। এদের প্রথম জনের বাড়ি রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী। অন্যজনের বাড়ি খাগড়াছড়ি জেলায়। 

আটক মাদক ব্যবসায়ী পাইচা সিং বলেন, কচ্চপতলী পাড়ার মাদক ব্যবসায়ি তাদের ১০ হাজার টাকা দিয়ে হিরোইনগুলো ক্রেতার কাছে পৌছে দিতে পাঠিয়েছিলো। প্যাকেট গুলো আমরা খুলেও দেখিনি।

র‍্যাব- ৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে র‍্যাবের একজন কর্মকর্তা হেরোইন তৈরীর কাঁচামাল ক্রয় করার জন্য মং সানু ও পাইং সা চিং এর সাথে যোগাযোগ করে।

এসময় তারা ১৫ লাখ টাকা দিয়ে হেরোইন তৈরীর কাঁচামাল আফিম গুলো ক্রয় করার জন্য প্রস্তাব দেয়। এতে মং সানু ও পাইং সা চিং রাজী হলে মোবাইল ফোনে তাদের কে শহরের এসপির বাংলোর সামনের রাস্তায় আসতে বলে পরে র‍্যাব কর্মকর্তা ক্রেতা সেজে সেখানে গেলে হেরোইন তৈরীর কাঁচামালসহ তাদেরকে আটক করে।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি