নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার ভোর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের পাশে ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ওই এলাকার ঝুট ব্যবসায়ীরা জানায়, এ নিয়ে তিনবারের মতো একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এখানকার একেকটি গোডাউনে ৫০ হাজার থেকে তিন লাখ টাকার ঝুট রয়েছে। কেউ চক্রান্ত করে সেখানে আগুন দিয়েছে বলে ধারণা করছে তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন সিদ্দিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরেফিন সিদ্দিক আরো জানান, এ নিয়ে তিনবারের মতো একই স্থানে আগুন লাগার ঘটনা ঘটল। বৈদ্যুতিক কারণ অথবা সিগারেটের জন্য এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।