পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া দুই মোটরসাইকেলের মালিককে খুঁজছে পুলিশ

সিলেট মেট্রোপলিপন পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া দুই মোটরসাইকেলের মালিককে খুঁজছে। সোমবার (২৭ মে) এসএমপির মিডিয়া এন্ড কমিউনিকেশন সার্ভিস থেকে দুই মোটরসাইকেলের মালিকের সন্ধান চেয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়।

এসএমপির সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ আগষ্ট এয়ারপোর্ট থানার জিডি নং-৬০১ মূলে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ও নীল রংয়ের ইয়ামাহা মোটরসাইক- যার রেজিঃ নং- সিলেট-ল-১১-৫২৫৫, চেসিস নং- ME121CO11A2085808, ইঞ্জিন নং- 21C1085901।

অপরদিকে, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানার জিডি নং-২৬১ মূলে একটি লাল রংয়ের এ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল- যার রেজিঃ নং- সিলেট-ল-১১-৯৮৯১, চেসিস নং- MD624HC1XD2A22822, ইঞ্জিন নং- CID3068315 উদ্ধার করা হয়।

দীর্ঘদিন সন্ধান চেয়ে উক্তরোক্ত মোটরসাইকেল দুটির কোন প্রকৃত মালিকের খোঁজ পাওয়া যায়নি। তাছাড়া সিলেট বিআরটিএ হতে উক্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন আপডেট তথ্য পাওয়া যায়নি।

এমতাবস্থায় উল্লিখিত দুটি মোটরসাইকেলের প্রকৃত মালিককে এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫২১) এর সাথে যোগাযোগের জন্য এসএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।