ব্রিটেনের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার পেলেন অধ্যাপক টিপু আজিজ

ব্রিটেনের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কারলাভ করেছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক এবং অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা টিপু আজিজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস (এনডিএস) অধ্যাপক আজিজকে নিউরোসার্জারি তার অবদানের জন্যে আজীবন সম্মাননা হিসেবে ‘মেডাল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ (এসবিএনএস) প্রদান করেছে।

১৯৫৬ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) জন্ম নেওয়া অধ্যাপক আজিজ লন্ডন ইউনিভার্সিটি কলেজে নিউরোফিজিওলজি বিভাগে পড়াশোনা করেন।

তিনি পারকিনসন’স এবং মাল্টিপল স্ক্লেরোসিসসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]