বান্দরবানে তিনদিনব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হল সনাতনী ধর্মাবলম্বীদের বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। বৃহষ্পতিবার সকালে বান্দরবান রাজার মাঠে চট্টগ্রামের তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের উদ্বোধন করেন।

এসময় বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীল রাধা বিনোদ মিশ্র গুরু মহারাজ, শ্রীমান স্বাক্ষী গোপাল কৃষ্ণ দাশসহ জেলা ও উপজেলার হাজারো সনাতন ধর্মালম্বী নারী পুরুষেরা উপস্থিত হয়ে এই মহানামযজ্ঞে অংশ নেয়। পরে বিশ্বশান্তি ও জগতের মঙ্গল কামনায় শুরু হয় লীলা কীর্ত্তন। রাত ৮টায় অনুষ্টিত হবে ধর্মীয় অনুষ্ঠান এবং আগামী ১লা মার্চ ব্রাহ্মমুহুর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ।

২রা মার্চ ব্রাহ্মমুহুর্তে নগর পরিক্রমা ও মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে শেষ হবে তিনদিনব্যাপী এই লীলাকীর্ত্তণ, ধর্মসম্মিলন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান।

 

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি