বান্দরবানে জনসংহতি সমিতির ৩ কর্মী আটক

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস) তিন কর্মীকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও চাঁদাবাজির দায়ে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বান্দরবানের রুমা উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রুমা উপজেলার জেএসএস এর সহ-সভাপতি ক্যসাপ্রু মারমা, থোয়ইসানু মারমা ও ভূমি বিষয়ক সম্পাদক লামরাম বম।

রুমা থানা ওসি আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নামে আগে থানায় মামলা ছিল। তাদেরকে আটক করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে জনসংহতি সমিতির বান্দরবান জেলার সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা বলেন, জায়গা জমি নিয়ে লালরামের নামে আগে মামলা ছিল। আদালত থেকে জামিন নিয়ে নিয়মিত হাজিরাও দিতেন। কিন্তু নতুন করে ষড়যন্ত্র মূলকভাবে তাদের আটক করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি