শ্যামনগরে জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লির্ডাসের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিকদের দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শ্যামনগরের মুন্সিগঞ্জ সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলার ও শ্যামনগর উপজেলা মিলিয়ে ত্রিশজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। বেসরকারী সংগঠন লিডার্স’র নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল প্রমুখ। কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, একাত্তর টিভি’র বার্তা সম্পাদক পলাশ আহসান, দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র ও পালামেন্ট বিডি নিউজের সম্পাদক সাকিলা পারভিন রুমা।

বক্তারা এ সময়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চল বিশেষ করে সাতক্ষীরার মানুষের জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে তা গণমাধ্যমে জোরালো ভাবে তুলে ধরার জন্য আহবান জানান।

বিকালে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল বারী,প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চেীধুরী, দৈনিক জনকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভি’র বার্তা সম্পাদক পলাশ আহসান, দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র ও পালামেন্ট বিডি নিউজের সম্পাদক সাকিলা পারভিন রুমা,সময়ের খবর শ্যামনগরের প্রতিনিধি শেখ আফজালুর রহমান, লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল প্রমুখ।

রনজিৎ বর্মন, সাতক্ষীরা প্রতিনিধি