ফরিদপুরে নকল ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

ফরিদপুর র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নকল ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দায়ে মিঠুন হোসাইন নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ ফেব্রুয়ারী) সকালে র‍্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের স্কট কমান্ডর ইফতেখার উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় শহরের আলীপুর ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনের একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে নকল ইলেকট্রনিক্স পণ্য বিক্রির শোরুম রিলেশন টেডিং সেন্টার থেকে বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের লোগো লাগানো টেলিভিশন, ফ্রিজ, এসিসহ বিভিন্ন পণ্য ও লোগো উদ্ধার করা হয়।

এ সময় শোরুমের মালিক মিঠুন হোসাইনকে আটক করে র‌্যাব। নকল ইলেকট্রনিক্স পণ্য ও বিভিন্ন ব্র্যান্ডের লোগোর স্টিকার জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. পারভেজ মল্লিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ৫০ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি