দিনাজপুরের চেরাডাঙ্গী মেলায় আগুনে পুড়ে ছাই প্রায় ৩০ দোকান

দিনাজপুরের ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলায় আগুনে পুড়ে ভষ্মিভূত প্রায় ৩০টি দোকান। সোমবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। আকস্মিক এই আগুন লাগায় দোকানের মালামাল কেউ বের করতে পারেনি। এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান মশার কয়েল থেকে আগুন লাগার সূত্রপাত।

দিনাজপুরের চেরাডাঙ্গী মেলায় আগুনে পুড়ে ছাই প্রায় ৩০ দোকান

দিনাজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহি চেরাডাঙ্গী মেলায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কসমেটিক, জুতা, খেলনাসহ প্রায় ৩০টি দোকান। দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোড়নের দ্রুত আগুন ছড়িয়ে পাড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ক্ষয়খতির পরিমান আনুমানিক ধারনা করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এ বিষয় এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে মেলার ক্ষতিগ্রস্থ অনেক দোকনদার ঋন মাহাজন করে আগুনে হারালো সর্বস্ব।

দিনাজপুর ফায়ার ষ্টেশনের সিনিয়র কর্মকর্তা আক্তার হামিদ খান জানান, আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসদল ঘটনাস্থলে পৌছায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে গ্যাস সিলিন্ডারের কারনে আগুন দ্রুত ছড়ায়। ক্ষতির পরিমান এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।

চলতি মাসের ৪তারিখে চেরাডাঙ্গি মেলার উদ্বোধন হয়। প্রতিবছর মাসব্যাপী অনুষ্ঠিত হয় এই মেলা।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি