বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছেন বিএনপি’র র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই জনসভার ঘোষণা দেওয়া হয়েছে।  

এসময় জনরায়ের প্রতি আওয়ামী লীগের অবজ্ঞা ও আওয়ামী লীগের রাজনীতিতে মানবিকতার কোনো স্থান নেই বলে জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আগামী ৮ ফেব্রুয়ারির জনসভা সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীকে প্রস্তুতি গ্রহণের আহবান জানাচ্ছি।

রিজভী আরও বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ক্ষয় হতে হতে এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিরোধী দল, মত ও বিশ্বাসের ওপর চলছে দমন-পীড়ন।