ডাকসু নির্বাচনের নীতিমাল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থী ও ভোটার হওয়ার নীতিমাল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্রের বিষয়ে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। চূড়ান্ত করা হয় নির্বাচনের আচরণবিধিও।

এতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন না সান্ধ্যকালীন, পেশাদারী অথবা বিশেষ মাস্টার্স, ডিপ্লোমা ও বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা। ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য হবেন অধিভুক্ত ও উপাদানকল্প প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী এবং সরকারি অথবা বেসরকারি চাকরিতে যোগদান করা শিক্ষার্থীরাও।

যারা অন্য প্রতিষ্ঠানে অনার্স করে এই বিশ্ববিদ্যালয়ে শুধু মাস্টার্স অথবা এমফিল করছেন তারাও ভোটার ও প্রার্থী হতে পারবেন না।

প্রার্থী ও ভোটার হবেন অনার্স, মাস্টার্স এবং এমফিল পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।যারা ভোটার হওয়ার যোগ্য, তারাই প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে ৩০ এর মধ্যে (তফসিল ঘোষণার তারিখ পর্যন্ত)।