ফরিদপুরের সালথায় বিএনপির মতবিনিময় সভায় পুলিশের বাঁধা

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়কাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভায় পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়কাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় পলিশ বাঁধা দেয়।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ গোলজার হোসেন মৃধা, সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মোঃ মনির মোল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহিন রহমান, সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি চৌধুরী মামুন, ছাত্রদলের আহবায়ক এ্যাডঃ লিটন, মিরান মোল্যসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা চলাকালীন সময়ে সালথা থানা পুলিশি বাধায় উক্ত আলোচনা সভার সভাপতি তাৎক্ষণিক ভাবে আলোচনা সভা বন্ধ করে দেন বলে জানা যায়।

সালথা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কে,এম আমিনুল হক জানান, কোনো সভা-সমাবেশ করতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। কিন্তু তারা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। তাছাড়া চারদিকে জঙ্গী হামলার আশঙ্কা থাকায় আমরা এ সমাবেশ করতে বাঁধা দিয়েছি। আটঘর বিএনপির আলোচনা সভায় পুলিশি বাধায় তীব্র নিন্দা জানিয়েছেন সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুর রহমান।

এছাড়া কয়েকজন বিএনপি নেতা সাংবাদিকদের কাছে আক্ষেপ করে বলেন, এ ঘটনার পর থেকে আগামী ৮ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সালথা উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি নিয়েও সংশয় প্রকাশ করছি।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি