নির্বাচনের দিন ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণে রাখতে ইসির নির্দেশ

রোহিঙ্গা শরণার্থীদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ক্যাম্পের বাইরে আসা যাওয়া নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত শুক্রবার এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থীদের যেন কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে ব্যবহার না করা হয় সেজন্য সতর্ক থাকতেও বলা হয়েছে সংশ্লিষ্টদের।