জনস্বার্থে শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানালেন ওবায়দুল

এই মুহূর্তে পরিবহন শ্রমিকদের দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে পরবর্তী সংসদে পরিবহন শ্রমিকদের দাবির বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানিয়ে তিনি জনস্বার্থে শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

আজ সকালে রাজধানীর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু ভবনে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান- ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এ মুহূর্তে পরিবর্তনের সুযোগ নেই। পরিবহন শ্রমিকদের দাবির বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। এসময় তিনি জনগণের স্বার্থে শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের অনুরোধও জানান।

প্রসঙ্গত, সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে।