শ্যামনগরে জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা, ধর্মগ্রন্থ পাঠ সহ বিভিন্ন কর্মসূচি

পরমেশ্বর ভগবান “শ্রীশ্রী কৃষ্ণের ৫২৪৪ তম শুভ আর্বিভাব তিথি” অর্থাৎ “শুভ জন্মাষ্টমী” উৎসব উদ্যাপন উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রেসক্লাব এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। এরপর বর্ণাঢ্য র‍্যালিটি প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে কেন্দ্রীয় ব্রাক্ষণ পাড়া রাধা গোবিন্দ মন্দিরে ধর্মীয় সমাবেশ,আলোচনা সভা ও প্রসাদ বিতরণ এর মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক রনজিৎ বরকন্দাজ এর সভাপতিত্বে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন , বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব জয়দেব বিশ্বস, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল শিক্ষক রনজিৎ দেবনাথ, শিক্ষক সনজীত দাশ,কিরণ শঙ্কর চ্যাটার্জী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার কৃষ্ণ ভক্ত বৃন্দ।

এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুল সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে দিন ব্যাপি কৃষ্ণ নাম সংকীর্তন এর মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, প্রভাষক পরিমল মন্ডল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শত কৃষ্ণ ভক্ত বৃন্দ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এ্যাড. স্বপন কুমার মন্ডলের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি গোপালপুর সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সনদ্বীপ গায়েন, সুমন মন্ডল, হিমাংশু মন্ডল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষ্ণ ভক্ত বৃন্দ।

 

রনজিৎ বর্মন, শ্যামনগর প্রতিনিধি