শ্যামনগরে দুবৃত্তের হামলায় মৎস্য ঘের মালিক খুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুবৃত্তের হামলায় এক চিংড়ী ঘের মালিক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সাত্তার জোয়ারদ্দার(৬২)। সে উপজেলার গাবুরা ইউপির পার্শ্বেমারী গ্রামের মৃত ওয়াজেদ জোয়াদ্দের ছেলে।

নিহতের ভাই আমিরুল জোয়ারদ্দার জানান সোমবার রাত ১টার দিকে নিজ মৎস্য ঘেরের বাসায় সাত্তার জোয়ারদ্দারকে ঘুমন্ত অবস্থায় দুবৃত্তরা হাত,পা বেঁধে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্তক জখম অবস্থায় মৃত ভেবে ফেলে চলে যায়। এ অবস্থায় শ্যামনগর হাসপাতালে নিয়ে আসার পরে তার মৃত্যু হয়।

জানা যায় দুবৃত্তরা চিংড়ী ঘেরের পাহারাদারদের হাত,মুখ বেঁধে ঘের মালিক সাত্তার জোয়ারদ্দারকে পিটিয়ে হাত, পা ভেঙ্গে মারাত্মক জখম করে। পর দুবৃত্তরা চলে গেলে আটক পাহারাদারদের আর্ত চিৎকারে স্থানীয়রা এসে সাত্তার জোয়ারদ্দারকে মারাত্মক জখম অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ মুজিবউল্লাহ ও নজরুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে। শ্যামনগর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি