শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, আতঙ্কে হজ্বযাত্রীরা

রোববার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (১নং টার্মিনাল) ইমিগ্রেশন অফিসের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এখানে কোনো অগ্নিশিখা দেখা যায়নি। তবে প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ধোঁয়ার সূত্রপাত খোঁজার চেষ্টা করছি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, এ ঘটনায় হজযাত্রীসহ সিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন লাগার পর ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এখনো ধোঁয়ার উৎসস্থল খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

https://www.facebook.com/shahnewaz.piash/videos/10217265709981118/