শ্যামনগরে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষায় কর্ম কেীশল সভা

বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লির্ডাসের আয়োজনে সেন্টার ফর কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট কার্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় ফেজ আউট ও কর্ম কেীশল নির্ধারণ সভার আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নকিপুর সরকারী হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, প্রধান শিক্ষক জাহিদ হোসেন প্রমুখ।

সভায় মাল্টিমিডিয়াভিত্তিক ২০১১ সাল থেকে অদ্যাবধী শ্যামনগর উপজেলার ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়।

সভায় জানানো হয় বিগত বছরে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের কারণে উপজেলায় বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবং বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গুলি সচল হয়েছে।

বক্তারা বক্তব্যে বলেন বিজ্ঞান ছাড়া কোন কিছু ভাবা যায়না। ভাল কিছু চিন্তা করতে গেলে বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। বক্তারা সব ভাল কিছু শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহব্বান জানান।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি