বান্দরবানে অগ্নিকান্ডে ৭ বসতঘর পুড়ে ছাই

বান্দরবানে অগ্নিকান্ডে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকালে আলীকদম উপজেলার পশ্চিম বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলা শহরের পশ্চিম বাজার পাড়া এলাকায় একটি বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আগুনের লেলিহান শিখায় ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বান্দরবান জেলার ফায়ার সার্ভিস এর উপপরিচালক ইকবাল হোসেন জানান, বসতঘরে রক্ষিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ৭টি বসতঘর পুড়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকা। বেশীর ভাগ মালামাল ক্ষয়ক্ষতির হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি