রায়ের প্রতিবাদে ছাত্রদলের তিন দিনের কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে নেয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত শুক্রবারের বিক্ষোভ কর্মসূচির সঙ্গে একাত্মতাসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। কর্মসূচির আওতায় শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, পৌর ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানাে হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এসব কর্মসূচি ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।