মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

মেক্সিকোতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওয়াহাকা রাজ্যের গভর্নরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় বেঁচে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্নর আলেহান্দ্রো মুরাত, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হেলিকপ্টারটি ল্যান্ড করার সময় ঘটা এ দুর্ঘটনায় তিনি ও গভর্নর মুরাত গুরুতর কোনো আঘাত পাননি বলে টেলিভিশন নেটওয়ার্ক তেলেভিসাকে জানিয়েছেন মন্ত্রী নাভারেতে।  পড়ে যাওয়া হেলিকপ্টারটির আঘাতে ভূমিতে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার সন্ধ্যায় ৭ দশমিক দু্ই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ওহাকা রাজ্য ও রাজধানী মেক্সিকো সিটি কেঁপে ওঠে। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ভূমিকম্পে কেউ হতাহত না হলেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।