বলিউড অভিনেত্রীর অপমৃত্যু্‌, অভিনেতার বিচার শুরু

বলিউড অভিনেত্রী জিয়া খান হত্যাকাণ্ডে বলিউড অভিনেতা সুরুজ পাঞ্চোলির বিচার বোম্বে হাইকোর্টে বুধবার শুরু হয়েছে। পরবর্তী শুনানির দিন হিসেবে ২১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আলোচিত জিয়া খান হত্যাকাণ্ডে ভারতীয় দণ্ডবিধির আওতায় সুরুজের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ’ আনা হয়েছে। ২০১৩ সালের ৩ জুন নিজ বাসায় আত্মহত্যা করেন সুরুজের প্রেমিকা ও বলিউড অভিনেত্রী জিয়া খান। ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা মুম্বাইয়ের আন্ধেরির বাসায় জিয়া খানের লাশ ঝুলতে দেখেন তার মা রাবেয়া খান। সুরুজ অনেক তথ্য গোপন করেছে এবং তদন্তের সময় অতিরঞ্জিত তথ্য দিয়েছে।

জিয়া খানের আত্মহত্যার সাত দিন পর ১০ জুন সুরুজকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন। মুম্বাই পুলিশ ঠিকমতো তদন্ত করছে না এমন অভিযোগের প্রেক্ষিতে সিবিআইকে তদন্তভার দেয় বোম্বে হাইকোর্ট। বুধবার সুরুজ আদালতে হাজির ছিলেন।

উল্লেখ্য, বলিউড দম্পতি আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের সন্তান সুরুজ।