বিএনপিকে উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি

বিএনপিকে উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকালে বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে ডিএমপির পক্ষ থেকে তাদের এ কথা জানানো হয়েছে।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশের অনুমতির ব্যাপারে কথা বলতে ডিএমপি কার্যালয়ে বেলা তিনটার দিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতারা। এ সময় ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী।

ডিএমপি উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)। খোলা মাঠে সমাবেশ না করে ইনডোরে অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছে।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের চিন্তা করা হয়েছিল। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় এর বাইরে নয়াপল্টনে সমাবেশের কথা বলা হয়েছিল তাতেও পুলিশ রাজি হয়নি।