বান্দরবানে অস্ত্রের মুখে ৪ তামাক চাষীকে অপহরণ

বান্দরবানে অস্ত্রের মুখে ৪ তামাক চাষীকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোররাতে নাইক্ষ্যংছড়িউপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে ৪ তামাক চাষীকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

অপহৃতরা হলেন- আব্দুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ, শাহ আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃতদের উদ্ধার করার জন্য আশপাশের পাহাড়ী এলাকা গুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিবুল্লাহ বলেন, তামাক চাষী ৪ জনকে ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। অপহৃতদের বাড়ি গর্জনিয়া এলাকায়। ওরা তামাক চাষ করতে লেদুখালে এসেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর জানান, তামাক চাষী ৪ জনকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি