ফরিদপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অবস্থান কর্মসূচি শুরু করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারা।

মঙ্গলবার সকাল ৯টা হতে ফরিদপুর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসাসিয়েশনের উদ্যোগে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান নেয় তারা। এ অবস্থান কর্মসূচি চলে বিকাল ৩টা পর্যন্ত। এরপর জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচির কারণে জেলার ১৮১টি কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলছে।

অবস্থান কর্মসূচির সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিএইচসিপি অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় প্রধান সমন্বয়ক মো. রেজাউল করিম মোল্লা, মাহমুদুল হাসান আক্কাস, তাসলিমা পারভীন, বিল্লাল হোসেন, হাফিজুর রহমান জনি, আমেনা বেগম, নাসরিন সুলতানা, মৌসুমী দে প্রমুখ।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের ১৪ হাজার কর্মী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁেছ দিতে কাজ করছে। আমরা ২০১১ সাল থেকে কাজ করছি। যে বেতন পাই। তা দিয়ে সংসার চালাতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে কষ্টে রয়েছি। বয়স না থাকায় অন্য চাকরিতেও যেতে পারছি না। তাই আমরা সরকারের কাছে আমাদের চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি