ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০১৮ অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর উদ্যোগে ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সবুজ শ্যামল চত্ত্বরে সকাল ৯ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ বিজ্ঞান অলিম্পিয়ার্ডের উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অলিম্পিয়ার্ডের পতাকা উত্তোলন করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি মোতাহার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিলাল হোসেন, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার,ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল ও কলেজ ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হয় ।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি