ঝিনাইদহ পৌরসভা কার্যালয়ে চুরি, এক ঘণ্টা ৫ মিনিটে তছনছ

ঝিনাইদহ পৌরসভা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টার সময় এ ঘটনা ঘটে। পৌরসভার সচিব আজমল হোসেন জানান, রাত ২টার দিকে মুখে মানকি টুপি পরিহিত এক চোর পৌরসভার কার্যালয়ে প্রবেশ করে।

এ সময় সে অফিসের কর্মকর্তাদের ৭টি রুমের তালা ভাঙে। কাগজপত্র তছনছ করে অফিসের ৪৫ হাজার টাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ২ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় দেখা গেছে রাত ২টা থেকে ৩টা ৫ মিনিট পর্যন্ত চুরি করে।

পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, অফিসের অনেক ডকুমেন্টসহ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। আমি দাফতরিক কাজে ঢাকাতে রয়েছি। এ সুযোগে একটি চক্র ষড়যন্ত্র করে পৌরসভা কার্যালয়ের চুরির ঘটনা ঘটিয়েছে।

শনিবার সকালে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এসে বিষয়টি টের পায়। পরে পুলিশ এসে নমুনা উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি এমদাদুল হক বলেন, চুরির ঘটনায় যে বা যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।