চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযান, বিস্ফোরকসহ আটক ২

চট্টগ্রামে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে বিস্ফোরক এবং বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় বালুর মাঠের সামনে ১২৬ নম্বর বাড়ির পাঁচতলায় এই আস্তানার সন্ধান পেয়ে আভিযান চালায় পুলিশ। চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির এবং অতিরিক্ত উপ-কমিশনার (সিটিটিসি) পলাশ কান্তি নাথের যৌথ নেতৃত্বে এই অভিযান চলে।

আটকরা হলেন- আশফাকুর রহমান ওরফে রাসেল ওরফে আবু জাহির আল বাঙালি ওরফে তেলেবিতিতুশ (২২) এবং রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহউদ্দিন ওরফে আবু তাইফি আল বাঙালি (১৯)।

বিষয়টি নিশ্চিত করে এডিসি এ এ এম হুমায়ুন কবির জানান, কথিত নব্য জেএমবি নেতা ডন তাদের চট্টগ্রামে পাঠিয়েছেন বলে দু’জনে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।