শ্যামনগরে থাইল্যান্ড সফর পরবর্তী প্রধান শিক্ষককে সংবর্ধনা

মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যালয়ে শ্যামনগর শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর থাইল্যান্ডের স্ট্যাডি সফর পরবর্তী সংবর্ধনা প্রদান করা হয়।

জানা যায় বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের সেকায়েপ কতৃক থাইল্যান্ডে স্ট্যাডি সফরে গত ২৬নভেম্বর থেকে ৭ডিসেম্বর পর্যন্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী বাংলাদেশের ২৫ সদস্যের টিমের একজন সদস্য ছিলেন। সেখানে তিনি সহ প্রতিনিধি দল শিক্ষার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন।

শ্যামনগর শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিকুল ইসলাম,ড.মুহাঃ আব্দুল মান্নান,প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার মন্ডল,প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ^াস,প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ আজিয়ার রহমান,প্রধান শিক্ষক শিবাশিষ কুমার মন্ডল,প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম,প্রধান শিক্ষক শামীম আহম্মেদ,প্রধান শিক্ষক মতিউর রহমান,প্রধান শিক্ষক আবুল বাসার,অধ্যক্ষ আঃ হাই,প্রধান শিক্ষক নাজমুল হোসেন,প্রধান শিক্ষক লুৎফুল আলম,শিক্ষক সালাউদ্দিন প্রমুখ।

অপরদিকে সোমবার সন্ধ্যায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও বিশেষ পিপি এড.জহুরুল হায়দার বাবু,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন,প্রভাষক মোশারাফ হোসেন,ইউপি সদস্য বৃন্দ প্রমুখ।

এ ছাড়া নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে কৃষ্ণানন্দ মুখ্যার্জীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রনজিৎ বর্মন, শ্যামনগর প্রতিনিধি