মোবাইল ব্যাংকিংয়ে বিপ্লব

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে ডিজিটাল ওয়ার্ল্ডের চতুর্থ দিনে ‘দ্য প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস অব ডিজিটাল কারেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কি-নোট স্পিকারের বক্তব্যে এ তথ্য জানান, শিউর ক্যাশ লিমিটেডের সিইও শাহাদাত খান।

২০১১ সালে বাংলাদেশে মোবাইলে অর্থ লেনদেন সেবা চালু হয়। এরপর মাত্র ৩ বছরে মোবাইল অ্যাকাউন্ট খোলা হয়েছে ৭ মিলিয়নেরও বেশি। যা বিশ্বের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। সেমিনার সঞ্চালনা করেন সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার।

শাহাদাত খান বলেন, ‘তথ্যপ্রযুক্তি সেবার পরিধি দ্রুত বিস্তারের ফলে দেশে অসংখ্য বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিকাশ, ইউক্যাশ, শিউরক্যাশ, রকেট, মাইক্যাশ এসব মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতদিন দেশে এক হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে।’

মোবাইলে অর্থ লেনদেনে বাংলাদেশ বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় এগিয়ে গেছে উল্লেখ করে শাহাদাত খান বলেন, ‘ডিজিটাল টেকনোলজিতে ব্যাংকিং সেবার জন্য বাংলাদেশ উন্নত বিশ্বে সমাদৃত এবং যথেষ্ট সুনাম অর্জন করেছে।’

সেমিনারে উপস্থিত ছিলেন বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির বার্তা সম্পাদক প্রণব শাহা, ব্র্যাক ব্যাংকের প্রধান টেকনোলজি অফিসার শ্যামল বি দাশ, সাউথ ইস্ট ব্যাংকের অতিরিক্ত নির্বাহী পরিচালক এস এম মাইউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ডাচ-বাংলা ব্যাংকের এমডি আবুল কাসেম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের (এটুআই) ব্যবস্থাপক মো. আরিফ এলাহী, বাংলাদেশ ব্যাংকের সিও দেব দুলাল রায়, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং পূবালী ব্যাংকের ডিএমডি মোহম্মদ আলী প্রমুখ।