বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস জানা যাবে টাকা স্ক্যান করলেই

অ্যাপটি চালু করে দুই থেকে ৫০০ মূল্যমানের টাকা স্ক্যান করলেই স্মার্টফোনে ফুটে উঠবে জাতীয় স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভের অর্থ বা ইতিহাস।

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনের গৌরবময় ইতিহাস সবার কাছে তুলে ধরতে ‘বিজয় ইতিহাস’ অ্যাপ উন্মোচন করেছে রবি। জানা যাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন জারি, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাপটির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে ‘বিজয় ইতিহাস’। তবে অ্যাপটি ব্যবহারের জন্য প্রয়োজন হবে নতুন বা পরিষ্কার টাকা। এরপর টাকায় থাকা স্মৃতিসৌধের ছবির ওপর স্মার্টফোনের ক্যামেরা ধরে স্ক্যান করলেই বিভিন্ন ইতিহাস জানাবে অ্যাপটি।