তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বৈঠক মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। এ সময় বাংলাদেশ তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, বিকেল ৩টায় শেখ হাসিনার কার্যালয়ের টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে। বিকেল ৩টা ৫ মিনিটে শিমুল হলে পারস্পরিক দ্বিপক্ষীয় আলোচনা, সাড়ে ৩টায় চামেলী হলে বাইলেটারেল বৈঠক, ৪টা ২০ মিনিটে করবী হলে সমঝোতা স্বারক স্বাক্ষর ও ৪টা ৪৫ মিনিটে টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রী ভিজিটর বুকে স্বাক্ষর করবেন।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com