গোলযোগপূর্ণ কাশ্মীরে রাতভর বন্দুকযুদ্ধ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর সিটির ২৮ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার শ্যামবুরা গ্রাম ঘিরে ফেলে বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ ও সেনা বাহিনী অভিযান চালালে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। ভারত নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ কাশ্মীরে রাতভর বন্দুকযুদ্ধে দুই সেনা সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে।

পত্র-পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, বন্দুকযুদ্ধে আধা সামরিক বাহিনীর দুই সৈন্যও এ সময় আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত জঙ্গির পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে সে বিদেশি নাগরিক। পুলিশ শুক্রবার সিনহুয়াকে এ কথা জানিয়েছে। ওই অঞ্চলের পুলিশ প্রধান শেশ পল ভেইড গণমাধ্যমকে জানান, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা শ্যামবুরা গ্রামটি ঘিরে ফেলে অভিযান শুরু করলে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে’। বন্দুকযুদ্ধে আমরা আমাদের দুই সৈন্যকে হারিয়েছি এবং এ সময় এক জঙ্গিও নিহত হয়’।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অবস্থানরত আরো দুই জঙ্গি নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়।