বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

বান্দরবানে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। বান্দরবান কমিউনিটি পুলিশের উদ্যোগে “জনতা পুলিশ ভাই ভাই, অপরাধীদের জায়গা নাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে একটি বিশাল র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটে গিয়ে র‍্যালীটি শেষ হয়।

র‍্যালীতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনেরা অংশ নেয়। পরে কেএসআই মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি পুলিশিং ডে দিবসের কেক কাটেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, কমিউনিটি পুলিশিং জেলা সভাপতি মংক্যচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুলিশের সাংস্কৃতিক দলের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশ জনতা একসঙ্গে কাজ করার জন্য কমিউনিটি পুলিশিং কমিটি গঠন। পুলিশ এবং জনগন একসঙ্গে মিলেমিশে কাজ করলে দেশ থেকে অপরাধ উঠে যাবে। অপরাধীরা কোনো ধরণের অপরাধ করার সাহসও পাবেনা।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি