রোহিঙ্গা পরিস্থিতি সংকটাপন্নঃ মারিয়া

তেহরানস্থ জাতিসংঘ মিশনের তথ্য-কেন্দ্রের প্রধান মারিয়া ডাটসেনকো মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতিকে সংকটাপন্ন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মিয়ানমারে সক্রিয় মানবাধিকার কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী এই দেশ থেকে এ পর্যন্ত তিন লাখ ৯১ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মারিয়া আজ (রোববার)তেহরানে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেনের পরিস্থিতিকে সংকটের দৃষ্টিতে দেখছে, তবে ইয়েমেন ও মিয়ানমার বিশেষ করে মিয়ানমারের অবস্থাকে সংকটাপন্ন এবং বেশি শোচনীয় বলে মনে করছে। তিনি মিয়ানমারের মুসলিম শরণার্থী ও উদ্বাস্তুদের সাহায্য করতে জাতিসংঘের আবেদনের কথা তুলে ধরে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য-সংস্থা এ অঞ্চলে কর্মী ও জরুরি চিকিৎসা-সরঞ্জাম পাঠাচ্ছে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com