প্রস্তুতি ম্যাচে সাব্বিরের ব্যাটে হাফ সেঞ্চুরি

প্রস্তুতি ম্যাচে নিজেকে বেশ ভালোভাবেই ঝালাই করে নিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন হাফ সেঞ্চুরি। অবশ্য, সাব্বির হাফ সেঞ্চুরি না করলে দ্বিতীয় ইনিংসে লজ্জায়ই পড়তে হতো বাংলাদেশ দলকে।

দ্বিতীয় দিন শেষ বিকেলেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস অপরাজিত থাকলেও আজ দিনের শুরুতেই ফিরে যান লিটন। ইমরুল দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি উপহার দিলেও ৫১ রান করে ফিরে যান তিনিও। ৩৩ রান করেন মুমিনুল হক।

মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মুশফিকুর রহীম (৩) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১৫) হতাশ করেন। তারা দ্রুত সাজঘরে ফিরে গেলে বেকায়দায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন সাব্বির রহমানই। আশ-পাশে অন্য ব্যাটসম্যানরা যখন প্রোটিয়া বোলারদের সামনে খুব বেশি টিকতে পারছিলেন না, সেখানে আরও একটি হাফ সেঞ্চুরি উপহার দিলেন সাব্বির।

প্রথম ইনিংসে ৫৮ রানে ছিলেন অপরাজিত। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকতে পারলেন না। আউট হয়ে গেলেন ৬৭ রানে। ৯৮ বল খেলে ৮টি বাউন্ডারিতে এই ইনিংস সাজান তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৯ উইকেট হারিয়ে ২৩৫। ১৫ রান নিয়ে তাসকিন এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন সুভাশিস রায়।