নিখুঁত পারফরম্যান্স কারণে রিয়ালের জয়: জিদান

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফেভারিট হয়েই গতকাল রাতে মাঠে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ড। কারণ রিয়ালের কাছে এতদিন ‘অজেয় দুর্গ’ছিল সিগনাল ইডুনা পার্ক। তবে মঙ্গলবার সব হিসাব গেল পাল্টে। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়ায় ও গ্যারেথ বেলের গোলে ডর্টমুন্ডের মাঠে এতদিনের অধরা জয় ধরা দিয়েছে

আর তাতেই ৩-১ গোলে প্রতিযোগিতায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে রিয়াল। এমন নৈপুণ্যে দুই শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। যাকে বলছেন ‘নিখুঁত পারফরম্যান্স’, ‘সত্য এটাই, আর তা হলো নিখুঁত পারফরম্যান্স। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছি।’

রিয়াল মাদ্রিদ শুরু থেকে শেষ দুর্দান্ত খেললেও এক পর্যায়ে ভয় পাইয়ে দিয়েছিলেন অধিনায়ক সার্হিও রামোস। নিজেদের জায়গায় করতে বসেছিলেন হ্যান্ডবল! এরপরই ১৫গজ দূর থেকে জালে বল জড়িয়ে প্রথমে স্কোরশিটে নাম লেখান বেল।

লা লিগায় গোলের দেখা পাচ্ছিলেন না রোনালদো ও বেল। তাই দুজনকেই প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছিল। এই ম্যাচে গোল খরা কাটানোতে উচ্ছ্বাস প্রকাশ করলেন জিদান, ‘ক্রিস্টিয়ানোর জন্যে আমি সত্যিই আনন্দিত। কারণ ও গোল না করলেই সব সময় কথা হয়। একই সঙ্গে বেল গোল করাটাও তার জন্য জরুরি ছিল। আজকে বেল দারুণ ফর্মে ছিল। সবেচেয়ে ভালো যে ও স্কোর করেছে।’

এক পর্যায়ে ইনজুরি শঙ্কা পেয়ে বসায় বেলকে বদলি করেছিল রিয়াল মাদ্রিদ। পরে কোচ জিদান জানালেন শঙ্কা আসলে কিছুই নয়, ‘ও কাফ মাসলে কিছু চোট অনুভব করেছিল। তবে এটা তেমন গুরুতর ছিল না।’