দিনাজপুরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত

দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সমনে থেকে ৯আগষ্ট বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে একটি ৱ্যালী শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে একই জায়গায় এসে শেষ হয়।

দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড ও দিনাজপুর পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের যৌথ আয়োজনে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উদ্যাপন করা হয়। ৱ্যালীর আগে একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ইটের বিকল্প হিসেবে পাথরের ব্যবহার বাড়াতে হবে। কারন মাটি আমাদের দেশের সম্পদ, ইট যত বাড়বে মাটির পরিমান কমতে থাকবে।

আর উন্নত দেশ গুলোতে ভবন নির্মানের ক্ষেত্রে পাথর ব্যবহার করা হয়। আর আয়োজকরা বলছে, বেদনাবিধুর আগষ্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্য শোকার্ত জাতি গভীর শ্রদ্ধাভরে তাঁর রেখে যাওয়া অগনিত উপহারের মধ্যে জ্বালানি খাতে অবদান বিনম্রচিত্তে স্মরণ করছি।

ফখরুল হাসান পলাশ । দিনাজপুর প্রতিনিধি