কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু ও কসমেটিকস সামগ্রী আটক
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু, ব্যাটারি চালিত অটোরিকশা ও বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল আটক করে। আটক মালামালের মোট মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ। বিজিবি জানায়, বালারহাট বিওপির হাবিলদার ইয়াহিয়া মণ্ডলের নেতৃত্বে টহল দল বৃহস্পতিবার ভোরে বালারহাট এলাকায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক থেকে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস আইটেম ও ১টি মোবাইল সেটসহ ইজিবাইকটি আটক করে। একই সময়ে ধলডাংগা বিওপির হাবিলদার আব্দুল লতিফের নেতৃত্বে ধলডাংগা ঘাট পাড় এলাকা থেকে ভারতীয় ৬টি গরু আটক করে। এ সময় শালঝোড় বিওপির হাবিলদার আব্দুল জলিলের নেতৃত্বে আরো ৯টি গরু আটক করা হয়।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ (পিএসসি) জানান, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং আটক গরু কাস্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামে বিক্রি করা হবে।
মোঃ মনিরুজ্জামান । কুড়িগ্রাম প্রতিনিধি