পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ প্রধান মাইক পম্পেও-কে তার স্থলাভিষিক্ত করা হবে।  আজ (মঙ্গলবার) হোয়াইট হাউজের কর্মকর্তারা এ খবর দিয়েছেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প সিআইএ পরিচালক মাইক পোম্পেও এবং সিআইএ’র উপ-পরিচালক জিনা হ্যাসপেলের ব্যাপক প্রশংসা করেছেন। জিনা হ্যাসপেলকে  সিআইএ প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে আমেরিকায় তিনিই হতে যাচ্ছেন  প্রথম কোনো নারী গোয়েন্দা প্রধান।

ট্রাম্প বলেন, “সিআইএ প্রধান মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে  নিয়োগ দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]