উখিয়ায় জমি দখল করতে গিয়ে জনতার হাতে কলেজ ছাত্রলীগ নেতার গনধোলাই

উখিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের আশ্রয় প্রশয় দাতা সহ অপরাধ জগতের অন্যতম হোতা হিসেবে আতংকের নাম কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু। টিপুর বিরুদ্ধে রয়েছে জমি দখল, চাদাবাজী সহ নানা অপকর্মের অভিযোগ। প্রভাব খাটিয়ে লুটপাট থেকে শুরু করে অবৈধ দখল সহ নানা রকম অপকর্মের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্যতম দায়ী সাইদুল আমিন টিপু, এমনটি জানিয়েছেন এলাকাবাসী। 

স্থানীয়রা জানিয়েছেন, ছাত্রত্বহীন অবস্থায় টাকা দিয়ে পকেট কমিটি এনে কলেজ ছাত্রলীগের পদবীর অপব্যবহার করছে টিপু।

অপকর্মের অংশ হিসেবে ২৪ অক্টোবর, টিপু তার তথাকথিত কর্মীদের নিয়ে তার মামা ইয়াবা সহ র‍্যাবের আটক হয়ে সম্প্রতি জেল ফেরত ইউপি নুরুল আবছারের যোগসাজশে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকায় প্রবাস ফেরত স্থানীয় এক ব্যক্তির জায়গা দখল করতে যায়। স্থানীয়রা এসময় টিপু সহ তার কর্মীদের প্রতিহত করার চেষ্টা করে।

এক পর্যায়ে তারা আগ্রাসী মনোভাব দেখালে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে উঠে তাদের আটক করে। জনতার আক্রোশে পরে এসময় টিপু সহ তার সাথে থাকা রিফাত গণধোলাইয়ের শিকার হয়।

বালুখালীর স্থানীয় বাসিন্দা নুর হোসেন জানান, টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী শনিবার সকালে জমি তে বাশের বেস্টনি দিয়ে দখলের পায়তারা করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে আটকে ফেলে।

একপর্যায়ে টিপুর বড় ভাই উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল এসে টিপু সহ তার সঙ্গীদের ঘটনাস্থল থেকে মুচলেকা দিয়ে নিয়ে যায়।

উখিয়ায় টিপুর নিয়ন্ত্রণে রয়েছে ইয়াবা ব্যবসায়ীদের এক বিশাল সিন্ডিকেট, ২০১৬ সালে উখিয়া হাসপাতালে ছাত্রী ধর্ষণের দায়ে অভিযুক্ত গিয়াস,আইয়ুব দের মদদদাতা তৎকালীন উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদকের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে উখিয়ার অপরাধ জগত নিয়ন্ত্রণ করছে সে ছাত্রলীগের নেতা হওয়ার সুবাধে।

এ ব্যাপারে জানতে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন কে তার ব্যক্তিগত মোবাইল নং এ বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে টিপুর দৌরাত্ম রুখতে স্থানীয় প্রশাসন সহ ছাত্রলীগের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন টিপুর হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা