বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত

অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহশালায় বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক ভিডিও অনুসারে একটি নয়, বিস্ফোরণ ঘটেছে দুটি।

মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ঘটা এই বিধ্বংসী বিস্ফোরণে গোটা এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এখনও অবধি পাওয়া খবরে নিহত ৪০, আহত তিন হাজারের উপরে।

ধ্বংস হয়ে গেছে বন্দর, আশেপাশের এলাকা, ক্ষতিগ্রস্ত
হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, তুর্কি এম্বাসি
ইত্যাদি।

বৈরুতের গভর্নর বিস্ফোরণকে হিরোশিমা-নাগাসাকির সাথে তুলনা করেছেন। এমনিতেই দেশটা যুদ্ধ, বিভিন্ন তছরুপ কেলেঙ্কারি আর অর্থনৈতিক মন্দার মধ্যে ধুঁকছিলো। করোনা ভাইরাস এসে আরও ডুবিয়ে দিয়েছিলো মানুষগুলোকে। মার্চ থেকে জিনিসপত্রের দাম তিনগুন বেড়ে গেছিলো। এদিকে ন্যাশনাল কারেন্সি ৮০ শতাংশেরও নীচে নেমে গেছিলো।

তারমধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহশালায় এমন একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। হাসপাতালে হাসপাতালে থিকথিক করছে ভিড়। ডাক্তারেরা পার্কিং লটে চিকিৎসা করছেন মানুষের।