হবিগঞ্জে একদিনে পুলিশ-চিকিৎসকসহ ৮১ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ জেলায় পুলিশ, চিকিৎসকসহ একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার ঢাকা ও সিলেট থেকে আসা ফলাফলে জেলার বিভিন্ন উপজেলায় ৮১ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৫৭ জনে।

শনিবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ১৭ ও ১৮ জুন হবিগঞ্জ থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে ফলাফল শনিবার পাওয়া যায়। ফলাফলে ৬৯ জনের করোনা শনাক্ত হয়। এরপর সিলেট থেকে আরো ১২ জনের পজেটিভ আসে। মোট একদিনে ৮১ জন শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় (শায়েস্তাগঞ্জসহ) ৪০ জন, মাধবপুর ২২ জন, চুনারুঘাট ৭ জন, বানিয়াচং ৬ জন, লাখাই ২জন, আজমিরীগঞ্জ ২ জন, বাহুবল ১জন, নবীগঞ্জ ১জন রয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৫৭ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন এবং এক শিশু ও এক স্বাস্থ্যকর্মীসহ মারা গেছেন ৪ জন।

একে কাওসার, (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি