একই পরিবারের ৯জনসহ বান্দরবানে নতুন ২৪ জন করোনা পজেটিভ

বান্দরবানে একই পরিবারের ৯ জন সহ নতুন আরো ২৪ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসের পরিবারের আরো ৭ জনসহ একই পরিবারের মোট ১৬ জন করোনা আক্রান্ত হয়েছে।

বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্র মার্মা বিষয়টি নিশ্চিত করেন। জেলার ৮০ টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩ জন।

জেলা স্বান্থ্য বিভাগ জানায় শুক্রবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ২৪ জন করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে সদরে ২৩ জন এবং ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার। সদরের আক্রান্ত ২৩ জনের মধ্যে জেলাপরিষদ সদস্য লক্ষী পদ দাসের যৌথ পরিবারের ৯ জন বাকীরা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এছাড়াও নাইক্ষ্যংছড়িতে সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। তবে এর মধ্যে ৩২ জন সুস্থ্য হয়ে গেছে। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।

বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্র মার্মা বলেন আজ শুক্রবার নতুন ২৪ জন আক্রান্ত হয়েছে। এটি আমাদের জন্য খুবই এলার্মিং। অসচেতনতার জন্য সংক্রমনের হার দিন দিন বাড়ছে। এরমধ্যে একটি যৌথ পরিবারের ৯ জন সদস্য রয়েছে আগেও ৭ জন আক্রান্ত হয়েছে। তাই সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি