বান্দরবান ডিসির কন্যাসহ নতুন ৮জন করোনা পজেটিভ
বান্দরবানে ডিসির কন্যাসহ নতুন ৮ জন করোনা পজেটিভ হয়েছে। মঙ্গলবার রাতে কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তাদের করোনা পজেটিভ সনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা.অং সুই প্রো মার্মা। মঙ্গলবার জেলার ৬৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ জন।
জেলা স্বান্থ্য বিভাগ হতে জানা যায়, মঙ্গলবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ৭ জন সদরের এবং জেলার ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার।
সদরের আক্রান্তরা হলেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম এর কন্যা (১৫), জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমুল হাসান, জেলা প্রশাসকের সিএ আমিন উল্লাহ, সিভিল সার্জন অফিসের চতুর্থ শ্রেনীর কর্মচারী, বালাঘাটা এলাকার ১ জন, বাকী দুজনের ঠিকানা এখনো জানা যায়নি। এছাড়াও নাইক্ষ্যংছড়িতে ১ জন শনাক্ত হয়েছে।
এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ জন।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি