উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোবাইদুল ইসলাম(১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার(১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রামের মৃত- উকিল আমীনের পুত্র জোবাইদুল ইসলাম নিজ ঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিল।
এসময় ঘরের মেইন সুইচের শর্ট সার্কিটে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ধামশ্রেনী ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি