সিলেট বাসীকে শেষ বিদায় জানিয়ে ঢাকায় এসেছিলেন কামরান

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সিলেটেই পরীক্ষা করে গত ৫ জুন করোনাভাইরাস শনাক্ত হয়েছিল সিলেটের সাবেক মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমেদ কামরানের।

বাসায় চিকিৎসা দেওয়া হলেও পরদিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে।

এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় যাওয়ার আগে কামরান নগরবাসীসহ সবার কাছে দুই হাত তুলে দোয়া চান। এসময় তাকে বিদায় দিতে যাওয়া নেতাকর্মীদের কামরান বলেন, এই হয়ত শেষবারের মত সিলেট ত্যাগ করছেন। আর হয়ত সিলেটে তার ফেরা হবে না। সেই সাথে তার পরিবারের পাশে থাকার জন্যও সেদিন নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সেদিন শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে বিদায় জানাতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও বুঝতে পারেন নি এটাই তাদের সাথে প্রিয় নেতা কামরানের শেষ সাক্ষাৎ।