উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে শিশু নিঁখোজ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১৪জুন) চর রামখানা এলাকায়। জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হাতিয়া ইউনিয়নের চর রামখানা এলাকায় দুই শিশু জান্নাতুল (১১) ও খাদিজা (১২) রোববার দুপুরের পর গোসল করতে নামে।
এ সময় নদীর প্রবল স্রোতে দুই শিশু ভেসে যাওয়ায় সময় ঘাটে থাকা জান্নাতুলের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে জান্নাতুল জানায় তার সঙ্গে খাদিজাও ছিল।এরপর খাদিজার পরিবারের লোকজনসহ এলাকাবাসী চেষ্টা করেও শিশুটিকে খুঁজে না পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে খাদিজাকে উদ্ধারে ব্যর্থ হয়ে রংপুরের ডুবুরি দলকে ডেকে পাঠান।
উদ্ধার অভিযানে থাকা উলিপুর থানার এস.আই আতিকুর রহমান জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ খাদিজা ওই এলাকার জয়নাল আবেদীনের কন্যা।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার নাজমুল হাসান জানান, রংপুরের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আসলাম উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি