নভেল করোনাভাইরাস, সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছুঁইছুঁই
নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সারা দুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছুঁইছুঁই। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৪১ হাজার ৩৮২ জন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮২ জন।
করোনাভাইরাসে আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত তালিকায় প্রথমেই রয়েছে আমেরিকার নাম। সে দেশে আক্রান্ত হয়েছে ২০ লাখ ৮৯ হাজার ৭০১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩৪ জনের।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সে দেশে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৬৪৯। মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৮ জন।
টালমাটাল ওয়াল স্ট্রিট। বড় ধাক্কা খেতে চলেছে এশিয়ার বিভিন্ন শেয়ার বাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৯০০ জনের।
ব্রাজিলে ৪০ হাজার পেরোল মৃতের সংখ্যা।