দেশে গত ২৪ ঘণ্টায় ২৮৫৬ জনের করোনা শনাক্ত
নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৮৫৬ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪,৩৭৯ জন ।
আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এখন পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন ১৭,৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আর ৪৪ জনের। সর্বমোট মৃত্যুর সংখা দাঁড়ালো ১১৩৯ এ।